×

খেলা

মাঠের বাইরে পারফরম্যান্সের জন্য রোহিত ও জয় শাহকে অভিনন্দন

আইপিএল চেয়ারম্যানের কথায় ঝড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

আইপিএল চেয়ারম্যানের কথায় ঝড়

ছবি: সংগৃহীত

   

আসন্ন আসরের মেগা নিলামের শুরুতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমালের একটি মন্তব্যের প্রেক্ষিতে হাসির রোল উঠে। তিনি বলেন, 'মাঠের বাইরে পারফরম্যান্সের জন্য রোহিত শর্মাকে অভিনন্দন'। এ সময়ে পুত্রসন্তানের বাবা হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহকেও অভিনন্দন জানান অরুণ।

রবিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম শুরুর আগে আইপিএল নিয়ে কথা বলেন ধুমাল। শেষদিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। এ সময় ভারতীয় অধিনায়ক এবং ‘নন-প্লেয়িং ক্যাপ্টেন’ জয়কে অভিনন্দন জানান ধুমাল। পুত্রসন্তানের বাবা হওয়ার জন্য দু'জনকেই শুভেচ্ছা জানান। তিনি যে কায়দায় শুভেচ্ছা জানান, তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের আকাশ আম্বানি হাসি চাপতে পারেননি। 

আর নেটিজেনদের একাংশ তো বিষয়টি বিশ্বাসই করতে পারছেন না। এক নেটিজেনের ভাষ্য, অরুণ ধুমাল ম্যান! উনি সত্যিই বললেন, রোহিত শর্মার পুত্রসন্তানের সঙ্গে মাঠের বাইরের পারফরম্যান্সকে জুড়ে দিলেন।

আরেক নেটিজেনের মন্তব্য, (অরুণ ধুমাল বললেন যে) মাঠের বাইরের পারফরম্যান্সের জন্য আমাদের অধিনায়ককে অভিনন্দন জানাতে চাই। অরুণ ধুমাল পুরো আলাদাই ফর্মে আছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পার্থে পৌঁছেছেন রোহিত। দ্বিতীয় সন্তান জন্মের জন্য সিরিজের প্রথম টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় যাননি ভারতের নিয়মিত এই অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। আর জেদ্দায় নিলামের মঞ্চে বিসিসিআই সচিব জয় শাহ। ধুমালের কথায় হাসতে থাকেন তিনি।

এদিকে নেটিজেনদের একাংশের অবশ্য আইপিএল চেয়ারম্যানের ভাষণ পছন্দ হয়নি। এক নেটিজেনের দাবি, ‘অরুণ ধুমালের ভাষণটা এতটাই বোরিং ছিল যে কী বলব।’ 

আরেকজন বলেন, ‘এই ভাষণটা কি চ্যাটজিপিটি লিখে দিয়েছে?’ এক নেটিজেন আবার চরম কটাক্ষ করে বলেন, ‘কী মারাত্মক অনুপ্রেরণাদায়ক ভাষণ দিলেন অরুণ ধুমাল।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App