আইপিএল নিলামে মিনিটে কত খরচ হচ্ছে জানেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। রাতারাতি ভাগ্য পরিবর্তনের মঞ্চ। মুহূর্তের মধ্যেই অনেক ক্রিকেটার কোটি টাকার মালিক হয়ে যান। তারকাদেরও চড়া মূল্য ওঠে।
সৌদি আরবের জেদ্দায় বসেছে এবারের মেগা নিলাম। এবারের নিলামেও টাকার ঝড়, প্রত্যাশিতই ছিল। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের মূল্যও সেকেন্ডে সেকেন্ডে বেড়েছে।
নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ৬৪১ দশমিক ৫০ কোটি রুপি ছিল। নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা ৪৬১ কোটিতে নেমে আসে। ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলো ১৮০ দশমিক ৫ কোটি রুপি খরচ করে ফেলে। সহজ করে বললে, ১২ প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে দেড় কোটি রুপি খরচ হয়। সেকেন্ডের হিসেবে প্রতি সেকেন্ডে খরচ আড়াই লাখ রুপি। অর্থাৎ শুধু মার্কি প্লেয়ারদের কিনতে মোট অর্থের ২৮ শতাংশ খরচ হয়েছে।
১২ জন মার্কি প্লেয়ার দিয়ে নিলাম শুরু হয়। ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের দাম প্রতি সেকেন্ডে বেড়েছে। তাদের জন্য ৫৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ হয়। তার মধ্যে আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখে কেনে পাঞ্জাব। আর পান্তকে ২৭ কোটি রুপিতে কিনে নেয় লখনৌ। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড এটি।
এদিকে মেগা নিলামে ডেভিড ওয়ার্নার দল পাননি। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও।
অন্যদিকে নিলামে সবচেয়ে দামি ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়েছিলেন আর্শদীপ সিং। ১৮ কোটিতে তাকে টেনেছে পাঞ্জাব কিংস। তবে তার সে কীর্তিতে ভাগ বসিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সমান ১৮ কোটিতেই পাঞ্জাবে আর্শদীপের সঙ্গী হন এই লেগি। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তিও চাহালের।
জস বাটলার, কে এল রাহুলদের নিয়েও নিলামে লড়াই হওয়ার কথা ছিল। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নেয় গুজরাট টাইটান্স। অন্যদিকে ১৪ কোটিতেই রাহুলকে পেয়ে যায় দিল্লি।