উইলিয়ামসনের প্রতি আগ্রহ দেখাল না কেউ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মেগা নিলামে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সৌদি আরবের জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে সবার আগে তার নাম ডাকা হয়। এই পর্বে অবিক্রিতই থাকেন তিনি।
এর আগে, রবিবার (২৪ নভেম্বর) নিলামের প্রথম দিনে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারও দল পাননি। এক সময়ে দুজনই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। তাদের হাত ধরে দলটির একমাত্র আইপিএল শিরোপাও এসেছিল।
মেগা নিলামের প্রথম দিনে একাধিক চমক দেখা গেছে। নিলামে প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন অজি এই তারকা। আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপি রেকর্ড মূল্যে কেনে পাঞ্জাব।
তবে এই রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। ভেঙ্কটেশ আইয়ার ফের দলে অন্তর্ভুক্ত করতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয় কলকাতার।