তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জিতল গায়ানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

ছবি: সংগৃহীত
গ্লোবাল সুপার লিগে শুরুটা দুর্দান্ত হয়েছে তানজিম হাসান সাকিবের। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন। তার দুর্দান্ত শুরুর দিনে দলও জয় পেয়েছে।
পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এদিন ২০ রান খরচায় জোড়া উইকেট নেন বাংলাদেশি এই পেসার।
তানজিমের পাশাপাশি ডোয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খানও বল হাতে সাফল্য পেয়েছেন। ২১ রান খরচায় ৪ উইকেট নেন প্রিটোরিয়াস। এ ছাড়া ৩১ রান খরচায় ২ উইকেট নেন হাসান। তাদের দাপুটে বোলিংয়ে ১৯ দশমিক ২ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয় লাহোর।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে নোঙ্গর করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ। এ ছাড়া কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করেন।
লাহোরের হয়ে সালমান এবং আসিফ আফ্রিদি দুটি করে উইকেট নেন।