সুখবর পেলেন তাসকিন-জাকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মাঝেও দুই ইনিংসেই রানের দেখা পেয়েছিলেন জাকের আলি অনিক। দলে আইসিসি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসে লাল-সবুজের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন জাকের। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে ৩১ রান আসে। ফলে ২৪ ধাপ এগিয়েছেন তিনি। ৩৬৪ পয়েন্ট নিয়ে ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিংয়ে ৮৪ তে উঠেছেন।
বুধবার (২৭ নভেম্বর) র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। জাকেরের পাশাপাশি লিটন-মিরাজ আর মুমিনুলও উন্নতি করেছেন।
এদিকে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যাওয়া মুশফিক একধাপ পিছিয়ে ৩২তম স্থানে আছেন। অ্যান্টিগায় দুই ইনিংসে ৪০ ও ২২ রান করে একধাপ এগিয়ে মুশফিকের সঙ্গী হন লিটন।
একধাপ এগিয়ে মুমিনুল ৪৭ ও মিরাজ ৬৭তম স্থানে আছেন। চারধাপ পিছিয়ে ৮৫তম স্থানে জয়, ৯ ধাপ নেমে ৯৪তম আছেন জাকির হাসান।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জো রুট। দুইধাপ এগিয়ে দুইয়ে যশ্বী জয়সওয়াল। কেন উইলিয়ামসন ও হ্যারি ব্রুককে পেছনে ফেলেছেন তিনি।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ উন্নতি করেছেন। ৩ ধাপ এগিয়ে ২৬৯ পয়েন্টে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তিনে রয়েছেন। শীর্ষে রবীন্দ্র জাদেজা (৪২৩) ও দুইয়ে রবীচন্দ্রন অশ্বিন (২৯০) অটুট রয়েছেন।
অন্যদিকে পেসার তাসকিন আহমেদও বল হাতে দুর্বার ছিলেন। প্রথম ইনিংসে ২ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করে। এতে র্যাঙ্কিংয়েও বড় লম্বা লাফ দিয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন তাসকিন। লম্বা লাফে ৫১ নম্বরে উঠেছেন তিনি।