জেতা ম্যাচ অবিশ্বাস্য ‘টাই’ করে সুপার ওভারে হারলো রংপুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত
শেষ ১৯ বলে দরকার ১৩ রান, হাতে ছিল ৬ উইকেট। এমন ম্যাচও হারা যায়! কিন্তু গ্লোবাল সুপার লিগে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে এমন নিশ্চিত জেতা ম্যাচই শেষমেশ সুপার ওভারে নিয়ে হেরেছে রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। ১৯ বলে ১৩ রানের সমীকরণ ছিল, কিন্তু ৩ বলের ব্যবধানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন খুশদিল শাহ ও ওয়ানে ম্যাডসন। বিপত্তির শুরু এখানেই।
এরপর শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। জেমস ফুলারের ওই ওভারেই প্যাভিলিয়নে ফেরেন হারমিত সিং। এতে ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে রংপুর।
শেষ ৩ বলে ৫ রান; স্ট্রাইকে রিশাদ, ননস্ট্রাইকে সাইফউদ্দিন ছিলেন। কিন্তু তাদের ব্যাটিং ব্যর্থতার শেষপর্যন্ত টাই হয় ম্যাচ।
এরপর সুপার ওভারে ১২ নেয় রংপুর। জবাবে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় হ্যাম্পশায়ার।
এর আগে, হ্যাম্পশায়ারের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ৩১ বলে ২৮ রান করেন ওপেনার ওলি। এ ছাড়া টম প্রেস্ট ও জেমস ফুলার ১২ রান করে নেন। এতে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দলটি।
রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রবিবার (১ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।