সহজ ম্যাচ হেরে হতাশ রংপুরের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

ছবি: সংগৃহীত
গ্লোবাল সুপার লিগে উড়ন্ত জয় দিয়েই শুরু করতে পারতো রংপুর রাইডার্স। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির হাতের নাগালেই ছিল ম্যাচ। শেষ ১৯ বলে দরকার ১৩ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে এমন নিশ্চিত জেতা ম্যাচই সুপার ওভারে নিয়ে হেরেছে রংপুর রাইডার্স। এমন হারের পর বেশ হতাশ রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
তার দাবি, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল। এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম।
ম্যাচ হারের কারণ হিসেবে সোহানের মন্তব্য, সে (জ্যাক চ্যাপেল) সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দটা ধরিয়ে দিয়েছিল। প্রথম ১০ ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রানআউট দুটির কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে।
উইকেটের আচরণ নিয়ে সোহান বলেন, উইকেটটা একটু ট্রিকি ছিল। তাই ব্যাটসম্যানদের উইকেটের দিকে ফোকাস করার প্রয়োজন ছিল। বল মাঝে-মাঝে নিচু হয়ে আসছিল। কিন্তু ব্যাটে খুব ভালোভাবে আসছিল।