টি–টেনে ‘টেস্ট’ খেললেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত
ইনিংসের প্রথম দুই ওভারেই ৩ উইকেট খুইয়ে ফেলেছিল বাংলা টাইগার্স। এরপর ২ দশমিক ২ ওভারে তাদের স্কোর দাঁড়ায়—২৩/৪। দলীয় বিপর্যয়ে ব্যাট হাতে নেমে টিকে থাকাই দরকার ছিল সাকিব আল হাসানের। সেটি করেছেনও তিনি। শেষমেশ ২২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। স্ট্রাইকরেট—৬৮ দশমিক ১৮।
এই ম্যাচটি মূলত আবুধাবির টি-টেন লিগে। যেখানে ধুমধাড়াক্কা ব্যাটিংই মূল উপজীব্য। কিন্তু ডেকান গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে পুরো ‘টেস্ট’ মেজাজে ছিলেন সাবেক টাইগার দলপতি। সবমিলিয়ে ৩৫ মিনিট উইকেটে ছিলেন। আর তার মন্থরগতির এই ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৭২ রান করে বাংলা টাইগার্স। পঞ্চম উইকেটে ইফতিখারের (১৯) সঙ্গে সাকিবের ২৮ বলে ২৭ রানের জুটিতে এই স্কোর পায় দলটি। জবাবে মামুলি পুঁজি তাড়া করতে নেমে সহজ জয় পেয়েছে গ্ল্যাডিয়েটর্স। ২৯ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করেছে তারা।
এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গ্ল্যাডিয়েটর্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে সাকিবের বাংলা টাইগার্স।