×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো পিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো পিসিবি

ছবি: সংগৃহীত

   

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই এবং পিসিবির স্নায়ুযুদ্ধ চলছে, বিষয়টি এখনও সমাধান করতে পারেনি আইসিসি। তবে এই সমস্যা সমাধানে আজ (২৯ নভেম্বর) জরুরি সভা ডেকেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। 

আইসিসি সূত্রে জানা গেছে, হাইব্রিড মডেলে রাজি করাতে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হতে পারে পিসিবিকে। যদিও এরই মাঝে পাকিস্তানের মাটিতে ভারত না আসায় উল্টো হুঁশিয়ারিও দেয় পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ‘হাইব্রিড মডেল’ মানতে রাজি নয় পিসিবি। এ প্রসঙ্গে আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবদনে এমনটাই জানা গেছে। ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে আজ (২৯ নভেম্বর) আপৎকালীন বৈঠক ডেকেছে আইসিসি। সেখানে জোরালোভাবে ‘হাইব্রিড মডেল’ বিরোধিতা করতে পারে পাকিস্তান।

এদিকে পিসিবির এক সূত্র বলেছেন, কয়েক ঘণ্টা আগেই আইসিসিকে সরকারিভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি। শুরুর দিকে তারা রাজি ছিল। তবে এ কথাও জানিয়েছিল, যদি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে, তা হলে ২০৩১ পর্যন্ত যে কয়টি আইসিসির প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে, সবগুলোয় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।

অন্যদিকে পাকিস্তানের এমন অবস্থানকে সমর্থন করছেন, দেশের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সমাজিক যোগাযোগমাধ্যমে তার ভাষ্য, খেলাধুলোর সঙ্গে রাজনীতি মিলিয়ে দিয়ে ক্রিকেট খেলাটাকেই খাদের কিনারায় দাঁড় করিয়েছে ভারত। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির যে অবস্থান, তা আমি সমর্থন করি। ২৬/১১-র পর নিরাপত্তা নিয়ে সংশয় থাকা সত্ত্বেও ভারতে পাঁচবার গিয়েছে পাকিস্তান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App