সিরিজ জিততে ১৯৪ রান করতে হবে বাংলাদেশকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে লড়ছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে হেরে প্রথম বল করে আইরিশদের নাগালের মধ্যেই রেখেছে বাংলাদেশ। নির্ধারিত ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯৩ রান। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়।
অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের । তাই টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে।
গত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কয়েন ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানা জ্যোতির। এবার আইরিশরাও শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।