×

খেলা

আচমকা ব্যাটিং ধসে পাকিস্তানের কাছে হারলো জিম্বাবুয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

আচমকা ব্যাটিং ধসে পাকিস্তানের কাছে হারলো জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

   

৩১ রানে শেষ ৮ উইকেট পতনে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক জিম্বাবুয়ে। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ম্যান ইন ব্লুরা।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর ইউসুফ ১৬ রানে আউট হন। 

এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে ৩১ বলে ৩৯ এবং অধিনায়ক সালমান আঘার সঙ্গে ২৮ বলে ৩৪ রানের জুটি গড়েন উসমান।

সাইম ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৪ এবং সমান দুটি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৯ রান করে আউট হন উসমান। এ ছাড়া ১৯ বলে ১৩ রানে থামেন সালমান। এতে ১৫তম ওভারে ১শ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। 

পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে ৩৪ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তায়েব তাহির ও ইরফান খান। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৪ চার ও এক ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩৯ রান করেন তাহির। ৩ বাউন্ডারিতে ১৫ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ইরফান।

১৬৬ রানের জবাবে ১৮ রানে ২ উইকেট পতনের পর জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান ওপেনার তাদিওয়ানশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে ৫৯ রানের জুটিতে জিম্বাবুয়ের স্কোর ৮ দশমিক ১ ওভারে ২ উইকেটে ৭৭ রানে নিয়ে যান মারুমানি ও রাজা। 

কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে মারুমানি রান আউট হবার পর ব্যাটিং ধসে তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ে। ৩১ রানে শেষ ৮ উইকেট পতনে ১৫ দশমিক ৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৭ ব্যাটারের কেউই দুই অঙ্কে পা রাখতে পারেনি। 

দলের পক্ষে ২৮ বলে ৪ চারে সর্বোচ্চ ৩৯ রান করেন রাজা। মারুমানির ব্যাট থেকে ৪ চার ও এক ছক্কায় আসে ২০ বলে ৩৩ রান।

বল হাতে পাকিস্তানের আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম তিনটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন তাহির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App