×

খেলা

দুইশোর ওপর লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

দুইশোর ওপর লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ৬৫ ওভারে ১৪৬ রানে থামে স্বাগতিকরা। ফলে, প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পায় টাইগাররা।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশের লিড এখন ২১১ রান।

জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম দিন শেষ করেছেন। ২৯ রানে অপরাজিত জাকের এবং ৯ রানে অন্যপ্রান্ত আগলে রেখেছেন তাইজুল। ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ব্যাট হাতে নামেননি মুমিনুল। অসুস্থ বোধ করায় ড্রেসিংরুমেই থাকতে হয়েছে তাকে। তবে প্রয়োজন হলে চতুর্থ দিনে দেখাও যেতে পারে তাকে। আর বাংলাদেশের লিড যে বাড়বে, তা সহজেই বলা যায়।

বার্বাডোজের এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২১২ রানের বেশি লক্ষ্য নিয়ে কোনো দলই টেস্টই জেতেনি। যে কারণে মানসিকভাবে আরো বেশি এগিয়ে যাচ্ছে টাইগাররা। সর্বোচ্চ ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির রয়েছে। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই লক্ষ্য তাড়া করেছিল স্বাগতিকরা।

এ ছাড়া ২০০ এর লক্ষ্য তাড়ায় আর মাত্র দুটি নজিরই আছে। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা। এ ছাড়া ১৫০ এর বেশি রানতাড়া করে জেতার নজিরও দুটি। সেটাও ১৯৮৩ সালে ভারত এবং ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।

কিংস্টনে সর্বোচ্চ রান তাড়া করে জয়

  • ২১২/৩ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০০৩) 
  • ২০৬/৫ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২০১২) 
  • ১৭২/৬ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ ভারত (১৯৮৩) 
  • ১৬৮/৯ - ওয়েস্ট ইন্ডিজ; প্রতিপক্ষ পাকিস্তান (২০২১)

এর আগে, কেসি কার্টি ৪০ রান করে আউট হয়েছেন। মাইকেল লুইস ১২ রান করে আউট হন। অধিনায় ও ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ৩৯ রান করেন। কাভেম হগ ৩, আথানজে ২ ও জাস্টিন গ্রেভার্স ২ রান করে আউট হন।

বাংলাদেশের হয়ে ফাইফার নেন পেসার নাহিদ রানা। হাসান মাহমুদ দুটি এবং তাসকিন ও তাইজুল একটি করে উইকেট নেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App