সাকিব এবার বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিলেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

সাকিব আল হাসান
দেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বল-ব্যাটে ব্যক্তিগত অর্জনে দেশের ক্রিকেটকেও সমৃদ্ধ করেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারও হয়েছেন সাবেক টাইগার এই দলপতি।
নিজের ক্যারিয়ারে মুদ্রার উল্টো পিটও দেখেছেন। নিষিদ্ধ–কাণ্ডে জড়িয়ে আইসিসির বহিষ্কারাদেশে এক বছর কাটিয়েছেন। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েও বিতর্কিত হয়েছেন। শেয়ারবাজারে নয়ছয়ের অভিযোগও উঠেছে। আর সরকার পতনের পর হত্যা মামলায় জড়িয়েছে তার নাম।
তবে এত কিছুর মধ্যেও একটি বিষয় সাকিবের অজানাই ছিল। এবার ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সেটাও হয়ে গেল। সাকিবের কাছের সূত্রের বরাতে এক প্রতিবেদনে তেমনটাই জানিয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক। সেখানে বিশেষজ্ঞদের সামনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। মোট চার ওভার হাত ঘুরানো সাকিব ইতিবাচক ফলাফলেই আশাবাদী।
জানা গেছে, আগামী ৭ দিনের মধ্যে ফল পেয়ে যাওয়ার কথা সাকিবের। ইংল্যান্ড থেকে আজ (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি।
ভারত সফরের আগে কাউন্টিতে সামরসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯টি উইকেট নিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে ডেভিড মিলনস এবং স্টিভ ও'শাগনেসি মাঠের আম্পায়ার ছিলেন। তবে তাদের মধ্যে কে সাকিবের অ্যাকশনের রিপোর্ট করেছেন, তা জানা যায়নি।
২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল সেটি। ম্যাচের প্রায় দুই মাস পর জানা যায়, সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন অনফিল্ড আম্পায়াররা।