×

খেলা

ম্যাচসেরা হয়ে বোলিং ইউনিটের প্রশংসায় তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

ম্যাচসেরা হয়ে বোলিং ইউনিটের প্রশংসায় তাইজুল

তাইজুল ইসলাম, ছবি: বিসিবি

   

আরো একবার কব্জির জোর দেখিয়েছেন তাইজুল ইসলাম। আরো একটি ফাইফার তার নামের পাশে। সেই সঙ্গে আরো একবার বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক এই স্পিনার।

টেস্ট ক্যারিয়ারে ১৫ বারের মতো ফাইফার নিয়েছেন তাইজুল। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। ভিডিও বার্তায় তাইজুলের কণ্ঠে আত্মতৃপ্তির ছাপ।

তার ভাষ্যমতে, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল, ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’

সব বোলারদের প্রশংসা করে ম্যাচসেরা তাইজুল বলেন, ‘এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।’

দ্বিতীয় ইনিংসে বল হাতে অবদানের পাশাপাশি ব্যাট হাতেও দলের ত্রাতা ছিলেন তাইজুল। জাকের আলীর সঙ্গে তার ম্যাচ জেতানো এক জুটিও ছিল। লম্বা সময় ক্রিজে থাকা জাকেরকে সঙ্গে দেন তিনি। পিচের অবস্থা পরিবর্তনে, যা বেশ সহায়ক ছিল।

এর আগে, বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘(প্রথম ইনিংসে) ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা নেতিবাচক চিন্তা করিনি। খেলোয়াড়েরা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন, দ্বিতীয় ইনিংসের বিশেষজ্ঞ তাইজুল পেয়েছে ৫ উইকেট। সে দুর্দান্ত, আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে উন্নতি করব, আমরা সেটা ভাবি। কখনো কখনো আমরা ভুল করব, তবে সেখান থেকে শিখবও।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App