ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যত রেকর্ড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত
জয় থেকে বাংলাদেশ তখন মাত্র ১ উইকেট দূরে। নাহিদ রানার ইয়র্কারে বোল্ড সামার জোসেফ। ১০১ রানের অসাধারণ জয় পেল টাইগাররা। এতে দুই ম্যাচ সিরিজে ১-১ সমতা। তাইজুল একাই ৫ উইকেট নেন। এই স্পিনারের ঝুলিতেই ম্যাচসেরার পুরস্কারও। ২০০৯ সালের পর ১৫ বছরে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচে জয় পায় বাংলাদেশ। এদিকে এই জয়ে বেশ কিছু রেকর্ডও হয়েছে।
১
প্রথম ইনিংসে ২০০ বা এর চেয়ে কম রানে অলআউট হয়েও প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ। এর আগে, ২০১৬ সালে মিরপুরে ২২০ রানে অলআউট হওয়ার পরও ইংল্যান্ডকে শেষমেশ ১০৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।
২
লাল-সবুজের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজসেরা হয়েছেন তাসকিন আহমেদ। এর আগে, ২০১৩ সালে জিম্বাবুয়েতে হয়েছিলেন রবিউল ইসলাম। তবে তারা কেউই ম্যান অব দ্য ম্যাচ হননি।
৩
ক্যারিবিয়ানদের মাটিতে টাইগারদের মোট টেস্ট জয়ের সংখ্যা তিন; যা অ্যাওয়েতে সর্বোচ্চ। পাকিস্তান ও জিম্বাবুয়েতে দুটি করে টেস্ট জিতেছে বাংলাদেশ।
৫/৫০
দেশের বাইরে চতুর্থ ইনিংসে সেরা বোলিং ফিগার এখন তাইজুল ইসলামের। জ্যামাইকায় ৫০ রান খরচায় ফাইফার নেন তিনি। এর আগে, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫১ রানে ৫ উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২৫
এই সিরিজে মোট ২৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের পেসাররা। যা সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে, দুবার এক সিরিজে সর্বোচ্চ ২১ উইকেট পেয়েছিলেন টাইগার পেসাররা।
১০১
রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি। এর আগে, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ।