যে কারণে পাকিস্তান সিরিজে তারকাদের বিশ্রাম দিলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত
এইডেন মার্করামের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির হোম সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন হেনরিখ ক্লাসেন। মার্করাম বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত।
মার্করাম ছাড়াও সব ফরম্যাটের আরো বেশ কয়েকজন টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবস।
আগামী ১০-১৪ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ হবে ৯ ডিসেম্বর। অবশ্য মাসের মাঝামাঝিতে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে খেলবেন এসব ক্রিকেটাররা। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শেষ করবে প্রোটিয়ারা।
এদিকে জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো ছোট ফরম্যাটের দলে ফিরেছেন অ্যানরিখ নরকীয়া ও তাবরেইজ শামসি। অলরাউন্ডার জর্জ লিন্ডেও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন।
২০২১ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এ পর্যন্ত প্রোটিয়া জার্সিতে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এবারের মৌসুমে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে ১৭৮ দশমিক ১২ স্ট্রাইক রেটে ১৭১ রান করেছেন ও ১৮ দশমিক ৩৩ গড়ে ৯ উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘অ্যানরিখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দ্বারপ্রান্তে রয়েছে। তার অভিজ্ঞতাও অনেক। তাকে নিয়ে আমার কোনো শঙ্কা নেই। সে একজন তরুণ ক্রিকেটার ও ম্যাচের আবহ খুব ভালোভাবে বুঝতে পারে।’
ওয়াল্টার আরো বলেছেন, দক্ষিণ আফ্রিকান ৭ নম্বর পজিশনটি সাধারণত সীমিং অলরাউন্ডার দিয়ে পূর্ণ করা হয়। কিন্তু উইয়ান মুল্ডার ইনজুরিতে ও ইয়ানসেনকে না পাওয়ায় স্পিনিং অলরাউন্ডারের দিকে হাত বাড়াতে হয়েছে। সে কারণেই জর্জকে দলে ডাকা হয়েছে।
আগামী ৬-৮ ডিসেম্বর প্রিটোরিয়ার সেন্টার অব এক্সিলেন্সে দুইদিনের প্রস্তুতি ক্যাম্প করবে দক্ষিণ আফ্রিকা। ১০ ডিসেম্বর ডারবানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ও ১৪ ডিসেম্বর যথাক্রমে সেঞ্চুরিয়ান ও জোহানেসবার্গে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), রিজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, ডেভিড মিলার, রাসি ফন ডার ডুসেন, ডোনোভান ফেরেইরা, আদিলে সিমেলান, জর্জ লিন্ডে, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি, কোয়েনা মাফাকা, এনকাবা পিটার, অ্যানরিখ নরকীয়া, ওটনেইল বার্টমান, ম্যাথু ব্রিটজকে।