‘ভারতের প্রভাব ক্রিকেটের উন্নতিতে সহায়ক নয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করছেন জয় শাহ। এর মধ্য দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিতে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের অধ্যায় শেষ হলো।
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হলেন জয় শাহ। এ ছাড়া আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ৩৬ বছর বয়সী জয়।
এদিকে বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য অজানা কারণেই অনেক বেশি। অনেকের ধারণা, জয় শাহ দায়িত্ব নেওয়ার পর সেই আধিপত্য আরো বাড়বে। তবে বিদায়ী চেয়ারম্যান বার্কলের দাবি, জয় শাহর সামনে বিশ্ব ক্রিকেটকে ভালোভাবে সামলানোর বড় সুযোগ। কিন্তু প্রভাব খাটিয়ে আইসিসিকে যদি তিনি ভারতের কবজায় নিয়ে নেন, তা ক্রিকেটের জন্য সহায়ক হবে না।
সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন বার্কলে। তার ভাষ্যমতে, ‘সে যে ভিত্তি পেয়েছে, আমি মনে করি, সেখান থেকে তার সামনে খেলাটিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার বড় সুযোগ।’
তিনি আরো বলেন, ‘কিন্তু খেলাটিকে ভারতের কবজায় নিয়ে গেলে চলবে না। আমরা সত্যিই ভাগ্যবান যে সবদিক থেকেই ভারত খেলাটির জন্য বিশাল অবদান রাখছে। অন্যদিকে একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব অন্য অনেক অর্জনকে নষ্ট করে দিতে পারে, যা খেলাটিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার দিক থেকে সহায়ক নয়।’
বার্কলে বলেন, ‘আন্তর্জাতিক মহলে ভারতকে আরো বেশি সম্পৃক্ত করার ক্ষমতা জয় শাহর আছে। সবাইকে একত্র করতে এবং ক্রিকেটকে আরো বিকশিত করতে ভারত সাহায্য করতে পারে, এমন অনেক বিষয় রয়েছে।’