×

খেলা

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য ছুড়ে দিলো আয়ারল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য ছুড়ে দিলো আয়ারল্যান্ড

ছবি: সংগৃহীত

   

ঘরের মাঠে হেসেখেলেই ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশ করেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টির সিরিজের শুরুতেই কঠিন লড়াইয়ের সামনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের সামনে এবার রেকর্ড ১৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে কখনোই ১৫০ রানের বেশি তাড়া করে জেতা হয়নি বাংলাদেশের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে আইরিশরা। দলের হয়ে ২ ছক্কা ও ১০ চারে সবোর্চ্চ ৭৯ রান করেন লেয়া পল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই শুরু করেন দুই আইরিশ ওপেনার। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ওপেনার এমি হান্টার। ইনিংসের তৃতীয় ওভারে জাহানারা আলমের বলে বোল্ড হয়ে ৩ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দ্বিতীয় উইকেটে ওর্লা প্রেন্ডারগাস্টকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আরেক ওপেনার গ্যাবি লুইস। ওর্লাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ১৫ বলে ১১ রান করে বিদায় নেন টপ-অর্ডার এই ব্যাটার।  

এরপর লিয়াহ পলকে নিয়ে বড় জুটি গড়েন গ্যাবি লুইস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় পুঁজির ভিত গড়ে সফরকারীরা। দলীয় স্কোরশিটে ১০৭ রান যোগ করেন তারা। 

গ্যারি লুইসকে ফিরিয়ে অবশেষে এই জুটি ভাঙেন ফারিহা তৃষ্ণা। তৃষ্ণার বলে বোল্ড হয়ে বিদায়ের আগে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন আইরিশ অধিনায়ক। 

আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন লিয়াহ। ১০ চার ও ২ ছক্কায় প্রায় ১৭৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের পুঁজি পায় আইরিশরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App