×

খেলা

আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সুপ্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সুপ্তা

শারমিন আক্তার সুপ্তা, ছবি: সংগৃহীত

   

প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন। প্রত্যাবর্তনেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন শারমিন আক্তার সুপ্তা। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল এই ওপেনারের। এবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের নভেম্বরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়াট হজও রয়েছেন। অন্যদিকে ছেলেদের তালিকায় ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও পাকিস্তানের হারিস রউফ জায়গা করে নিয়েছেন।

ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশের পেছনে ব্যাট হাতে মূল কারিগর ছিলেন সুপ্তা। যে কারণে প্রথমবারের মতো মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন। এর আগে, নাহিদা আক্তার এই অ্যাওয়ার্ড জিতেছেন।

নভেম্বরে সুপ্তার দুটি অসাধারণ পারফরম্যান্স ছিল। সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে ক্যারিয়ারসেরা ৯৬ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরার পদকও জেতেন। দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত ছিল তার। ৫ উইকেটে জয়ের দিনে ৪৩ রান করেন।  

ছেলেদের বিভাগে দ্বিতীবারের মতো বুমরাহর সামনে এই পুরস্কার জয়ের হাতছানি। নভেম্বরেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের রাজত্ব বসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে স্মরণীয় ভূমিকা রাখেন তিনি। ৩০ রানে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে তিনটি শিকার করেন। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আশা বেঁচে গেছে।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কো ইয়ানসেনের পারফরম্যান্স আরো নজর কাড়া। তার সামনে ২০২২ সালের পর প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এই পুরস্কার জয়ের হাতছানি। লঙ্কানদের ২৩৩ রানে হারাতে বল হাতে রেকর্ড গড়া পারফরম্যান্স করেন তিনি। শ্রীলঙ্কাকে ৪২ রানে গুটিয়ে দেওয়ার দিনে ১৩ রানে ৭ উইকেট শিকার করেন। পুরো ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App