ক্রিকেটের মাঠে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

প্রতীকী ছবি
ব্রাজিল বনাম আর্জেন্টিনা; যে প্রশ্নে বরাবরই দুই ভাগে ভাগ হয়ে পড়েন ক্রীড়াপ্রেমীরা। আগামী ১৬ ডিসেম্বর আসছে সেই ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। তবে এটা ফুটবলের কোনো ম্যাচ না। ভদ্রলোকের খেলা ক্রিকেটে মাঠে নামছে দল দুটি।
বাংলাদেশে তুমুল জনপ্রিয় দল দুটির জাতীয় ক্রিকেট দল এবার মুখোমুখি হচ্ছে। সেটাও আবার বিশ্বকাপ বাছাইপর্বে। টেস্ট বা ওয়ানডে স্ট্যাটাস না থাকলেও দক্ষিণ আফ্রিকার দেশ দুটির আইসিসির টি-টোয়েন্টি স্ট্যাটাস আছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ১৬ ডিসেম্বর একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের দেশে ম্যাচটি হবে। বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে, পরস্পরের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে দল দুটি। ২০১৯ সালে সাউথ আমেরিকান ম্যানস চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছিল। যদিও ব্যাট হাতে দুই দলই নাজুক পারফরম্যান্স দেখিয়েছিল।
আগে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে ৯ উইকেটে ১০৫ রান জড়ো করে আর্জেন্টিনা। সেই রান তাড়া করতেই ব্রাজিলের ঘাম ছুটেছিল। শেষপর্যন্ত ৯ উইকেটে ৭৬ রানে থেমেছিল তারা। এতে ২৯ রানে জিতে যায় আকাশি-নীল শিবির। এবারের লড়াইয়ে শেষ হাসি কারা হাসে, সেটা-ই দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।