×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ফের স্থগিত আইসিসির সভা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ফের স্থগিত আইসিসির সভা

ছবি: সংগৃহীত

   

১৯৯৬ সালের পর পাকিস্তানের মাটিতে আর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি। সন্ত্রাসী হামলার কারণে মাঝে কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচও বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষা শেষে আগামী ফেব্রুয়ারিতে দেশটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। তবে তা-ও এখন ঝুলছে। ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় একক আয়োজক সত্ত্ব হারানোর শংকায় দ্য গ্রিন ম্যানরা। যা নিয়ে আইসিসির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল।

পুরো ক্রিকেটবিশ্ব যখন আইসিসির দিকে তাকিয়ে, তখন পরপর দুটি সভা স্থগিত করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। গেল ২৯ নভেম্বর মাত্র ১৫ মিনিটেরও কম সময়ের মাঝে বোর্ড সভা পণ্ড হবার পর বৃহস্পতিবারও (৫ ডিসেম্বর) সভা হয়নি। যদিও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সভাপতিরা দুবাই আইসিসির কার্যালয়ে হাজির ছিলেন। কিন্তু আজকের সভাও স্থগিত হয়ে গেছে।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর আইসিসি পুনরায় সভায় বসবে। পাকিস্তানের অবস্থানের বিষয়ে ভারত প্রতিক্রিয়া না জানানোয় সভা করতে দেরি হচ্ছে। এর আগে, সূত্র জানিয়েছিল পাকিস্তানের পার্টনারশিপ ফর্মুলা ভারত প্রত্যাখ্যান করেছে, তাদের দেশে হতে যাওয়া কোনো আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজনে আগ্রহী নয় তারা।

পাকিস্তানি গণমাধ্যম আরো জানিয়েছে, সভায় যোগ দিতে এদিন সকালেই দুবাইয়ে পৌঁছান পিসিবি সভাপতি মহসিন নাকভি।

গুঞ্জন উঠেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে। বাকি ম্যাচগুলো পাকিস্তানেই হবে। 

এজন্য বেশকিছু শর্ত দিয়েছিল পাকিস্তান। এর মধ্যে অন্যতম হলো- ভারতের মাটিতে আইসিসি ও এসিসির টুর্নামেন্ট হলে খেলতে যাবে না পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচ হতে হবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যুর ম্যাচে আইসিসিকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App