ভারতকে হারাতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন টাইগার ক্যাপ্টেন তামিম

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে তারা। সেখানে ভারতীয়দের হারিয়ে শিরোপা ঘরে তুলতে নিজেদের নিংগে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা জানানো হয়। তামিম বলেন, ফাইনালে আমরা আমাদের সেরাটা দেবো। সর্বশক্তি নিয়ে মাঠে নামবো। সবাই আমাদের জন্য দোয়া ও সমর্থন করবেন।
এদিন আগে ব্যাট করে বাংলাদেশকে ১১৭ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তামিম।
নিজের এই গুরুত্বপূর্ণ ইনিংস নিয়ে তিনি বলেন, আমরা জিতেছি ভালো লাগছে। আল্লাহর রহমতে, সবকিছু আমাদের পক্ষে ছিল। বোলাররা অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ, আরো যারা আছে। তাদের কল্যাণে পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করতে পেরেছি।
লাল-সবুজ জার্সিধারী অধিনায়ক বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। যে ভুলগুলো করেছি, সেগুলো কমাবো। আমরা সেটা করে দেখিয়েছি। আজকে যে ইনিংসটা আমি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি, খুবই ভালো লাগছে।
পাকিস্তানকে ১১৬ রানে আটকে রাখার নায়ক ইকবাল হোসেন ইমন। ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ নিয়ে রোমাঞ্চিত পেসার জানিয়েছেন, দলের জন্য পারফর্ম করতে পেরে খুশি তিনি।
ইমন বলেন, মাঠের উইকেটটা আসলেই ভালো ছিল। ফ্রেন্ডলি উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বল করেছি, সফল হয়েছি। ম্যান অব দ্য ম্যাচ হয়ে আমি খুবই রোমাঞ্চিত, অনেক খুশি হয়েছি। আসলে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরম্যান্স।