শেষ টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

ছবি: বিসিবি
ঘরের মাঠে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে টাইগ্রেসরা। ফলে, তৃতীয় ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য মান বাঁচানোর লড়াই।
সিরিজের শেষ ম্যাচের জন্য শনিবার (৭ ডিসেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।
সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে কোনো পরিবর্তন আনেনি লাল-সবুহের। অপরিবর্তিত স্কোয়াড নিয়েই সিরিজের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক দল।
তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।