×

খেলা

হেডের সেঞ্চুরির পর ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

হেডের সেঞ্চুরির পর ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে ভারত

ছবি: সংগৃহীত

   

বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেডের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে ভারত। হেডের ১৪০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ভারতের ১৮০ রান টপকে ৩৩৭ রান তোলে স্বাগতিকরা। এর সুবাদে প্রথম ইনিংস থেকে ১৫৭ রানের লিড পায় অজিরা।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১২৮ রান করেছে ভারত। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ২৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচের প্রথম দিন ভারতের ১৮০ রানের জবাবে ১ উইকেটে ৮৬ রান করেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৯৪ রানে পিছিয়ে ছিল অজিরা। নাথান ম্যাকসুয়েনসি ৩৮ ও মার্নাস ল্যাবুশেন ২০ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শুরুতেই ভারতকে জোড়া উইকেট উপহার দেন জাসপ্রিত বুমরাহ। ম্যাকসুয়েনসিকে ৩৯ রানে ও স্টিভেন স্মিথকে ২ রানে আউট করেন বুমরাহ।

টেস্টে ২১তম হাফ-সেঞ্চুরি তুলে পেসার নীতিশ কুমার রেড্ডির শিকার হন ল্যাবুশেন। ৯ চারে ৬৪ রান করেন তিনি।

মিডল-অর্ডারে মিচেল মার্শ ৯ রান করে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলে ষষ্ঠ উইকেট জুটিতে হেড ও অ্যালেক্স ক্যারি ৭৪ রান যোগ করেন। ক্যারি ব্যক্তিগত ১৫ রানে আউট হবার পর ১১১ বলে টেস্টে অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন হেড। দিবা-রাত্রি টেস্টে দ্রুততম সেঞ্চুরিতে নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন হেড।

দিবা-রাত্রির টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৩ সেঞ্চুরির মালিক হবার পর ইনিংস বড় করার চেষ্টা করেন হেড। ব্যক্তিগত ১৪০ রানে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের শিকার হন তিনি। ১৪১ বল খেলে ১৭ চার ও ৪ ছক্কা মারেন হেড।

দলীয় ৩১০ রানে সপ্তম ব্যাটার হিসেবে হেড ফেরার পর বাকি ৩ উইকেটে ২৭ রানের বেশি যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের বুমরাহ ও সিরাজ ৪টি করে উইকেট নেন।

১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার তিন পেসারের তোপে ১০৫ রানে ৫ উইকেট হারায় তারা।

শুভমান গিল ২৮, যশ্বসী জয়সওয়াল ২৪, বিরাট কোহলি ১১, লোকেশ রাহুল ৭ ও অধিনায়ক রোহিত শর্মা ৬ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে রেড্ডিকে নিয়ে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন ঋষভ পান্ত। রেড্ডি ১৫ ও পান্ত ২৮ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড দুটি করে এবং মিচেল স্টার্ক ১ উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App