হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টাইগ্রেসদের নড়বড়ে পুঁজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগ্রেসরা। এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও বড় পুঁজি পেলো না নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে ৬ চারে সবোর্চ্চ ৪৫ রান করেন সোবহানা মোস্তারি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি টাইগ্রেসদের। ওভারপ্রতি ৭ দশমিক ৩৩ গড়ে রান করে তুলছিলেন দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং সুবহানা মোস্তারি। তবে ইনিংসের চতুর্থ ওভারে ওরলা পেন্ডারগ্যাস্টের বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হয়ে ২ চারে ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা।
মুর্শিদা ফিরলেও শারমিন সুপ্তাকে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন আরেক ওপেনার মোস্তারি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঝড়ের গতিতে রান বাড়তে থাকে। ওভারপ্রতি প্রায় ৮ রান তুলে দলীয় তিন অঙ্কের কোটা পার করেন সুপ্তা-মোস্তারি জুটি। তবে এরপরই নুইয়ে পরে টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ। ৪ চারে ৩৩ বলে ৩৪ রান করে সুপ্তা ফিরলে মোস্তারিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। হাফ-সেঞ্চুরির আশা জাগিয়ে দলীয় সবোর্চ্চ ৪৫ রানে ফেরেন এই ওপেনার।
এরপর ব্যাটিংয়ে নেমে কেউই উইকেটে থিতু হতে পারেননি। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন ৪ টাইগ্রেস ব্যাটার। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।