×

খেলা

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

ছবি: বিসিবি

   

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সিলেটে হোয়াইটওয়াশ আর এড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আইরিশদের কাছে ৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছে বাংলাদেশ।

এ নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয়বার হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল টাইগ্রেসরা। এর আগে, ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতির দল। টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের সবকটিই হলো চলতি বছরে।

সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে সফরকারীরা।

১২৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। অনায়াসে রান বাড়াতে থাকেন এমি হান্টার-গ্যাবি লুইস জুটি। তবে ওপেনিং জুটি ভাঙার পর ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। ২৪ বলে ২৮ করা হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল।

৮ রান ব্যবধানে ফের উইকেট উইকেট হারায় সফরকারীরা। রাবেয়ার বলে ফেরেন ২৪ বলে ২১ করা আইরিশ অধিনায়ক। 

ছন্দে থাকা লিয়া পলও এদিন উইকেটে থিতু হতে পারেননি। ৬ রান পর পেন্ডারগাস্টকে ফিরিয়ে ম্যাচ স্বাগতিকদের মুঠোয় নিয়ে এসেছিলেন রাবেয়া। তবে পরের চিত্র লেখেন ডেলানি। রেবেকা স্টকেলকে নিয়ে ৩৩ রান যোগ করেন। আর রেবাকার বিদায়ের পর একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩১ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেলানি। এতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি টাইগ্রেসদের। ওভারপ্রতি ৭ দশমিক ৩৩ গড়ে রান করে তুলছিলেন দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং সুবহানা মোস্তারি। তবে ইনিংসের চতুর্থ ওভারে ওরলা পেন্ডারগ্যাস্টের বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হয়ে ২ চারে ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা।

মুর্শিদা ফিরলেও শারমিন সুপ্তাকে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন আরেক ওপেনার মোস্তারি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঝড়ের গতিতে রান বাড়তে থাকে। ওভারপ্রতি প্রায় ৮ রান তুলে দলীয় তিন অঙ্কের কোটা পার করেন সুপ্তা-মোস্তারি জুটি। তবে এরপরই নুইয়ে পরে টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ। ৪ চারে ৩৩ বলে ৩৪ রান করে সুপ্তা ফিরলে মোস্তারিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। হাফ-সেঞ্চুরির আশা জাগিয়ে দলীয় সবোর্চ্চ ৪৫ রানে ফেরেন এই ওপেনার।

এরপর ব্যাটিংয়ে নেমে কেউই উইকেটে থিতু হতে পারেননি। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন ৪ টাইগ্রেস ব্যাটার। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App