সিরিজ বাঁচানোর ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত
প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়। এই ম্যাচে টাইগারদের সামনে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ২৯৪ রানের লড়াকু পুঁজি পেয়েও বোলারদের ব্যর্থতায় ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে হেরেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে বোলিং লাইনআপে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। তরুণ নাহিদ রানা কিংবা তানজিম হাসান সাকিবের জায়গায় অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ অথবা শরিফুল ইসলামকে দেখা যেতে পারে। লেগস্পিনার রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদের একাদশে ফেরার সম্ভাবনাও জোরালো। তবে ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এই সময় ঘরের মাঠে দুটি ও ক্যারিবীয় সফরে দুটি সিরিজ জিতেছে টাইগাররা। তবে আজ হেরে গেলে সেই ধারাবাহিকতা ভাঙার শঙ্কা রয়েছে।
টাইগারদের জন্য আজকের ম্যাচটি শুধু সিরিজে টিকে থাকার নয়, বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ারও। এখন দেখার বিষয়, দারুণ ফাইটিং স্পিরিট নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল কীভাবে ঘুরে দাঁড়ায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।