তৃতীয় পাকিস্তানি হিসেবে যে কীর্তি গড়লেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম
-67596f313d6a1.png)
শাহিন শাহ আফ্রিদি, ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করে শেষ মুহূর্তে গিয়ে ১১ রানে হেরেছে পাকিস্তান। তবে বল হাতে এদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন পেসার শাহিন শাহ আফ্রিদি। মাত্র ২২ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি। এতে একটি মাইলফলক স্পর্শ করেছেন বাঁ-হাতি এই পেসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে তিন অঙ্কের কোটা ছুঁয়েছেন তিনি। শাদাব খান এবং হারিস রউফের পর তৃতীয় পাকিস্তানি পেসার হিসেবে এই কীর্তি গড়েন শাহিন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডারবানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংসের শুরুতেই স্বাগতিকদের বিপদে ফেলেন শাহিন। প্রথমে রাসি ভ্যান ডার ডুসেন এবং পরের ওভারে ডেভিড মিলার ও পিটারের উইকেট নেন শাহিন।
শত উইকেটের মাইলফলক স্পর্শের দিনে একটি রেকর্ডও গড়েন এই পেসার। সবচেয়ে কম বয়সে এই মাইলফলক স্পর্শ করেন শাহিন। শত উইকেট পাওয়ার দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন।
এদিকে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে তিন সংস্করণেই উইকেট শিকারে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে, বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত শাহীন ৩১ টেস্টে ১১৬টি উইকেট নিয়েছেন। এর বাইরে ৫৬ ওয়ানডেতে ১১২টি উইকেট শিকার করেছেন। আর টি-টোয়েন্টিতে তো মঙ্গলবারই রেকর্ড বইয়ে নাম উঠালেন।