×

খেলা

রোহিতের হাতের ঘড়ির দামে মালদ্বীপ ঘোরা যাবে ১০ বার!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

রোহিতের হাতের ঘড়ির দামে মালদ্বীপ ঘোরা যাবে ১০ বার!

ছবি: সংগৃহীত

   

বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো অনেকেই দামি দামি ঘড়ি পরেন। তাদের বিলাসবহুল ঘড়ির কালেকশন নতুন কিছুই না। সম্প্রতি একইভাবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও পাটেক ফিলিপ ব্র্যান্ডের একটি স্টাইলিশ ঘড়ি পরতে দেখা যায়, যার দাম আকাশছোঁয়া। এটি কেনার খরচ ও আরো অন্য বিবরণ শুনলে যে কেউই আকাশ থেকে পড়বেন।

বিশ্বকাপজয়ী এই অধিনায়কের বিলাসবহুল ঘড়ির কালেকশনও নজরকাড়া। এর মধ্যে রোলেক্স ও হাবলটের মতো ব্র্যান্ডের টাইমপিসও আছে। অনেকে হয়তো জানেনই না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের সময়ে অডেমারস পিগুয়েট রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার পরেছিলেন রোহিত। এটি লিমিটেড এডিশনে তৈরি করা হয়েছিল এবং ২০২১ সালে বিশ্বব্যাপী প্রথম প্রকাশিত হয়েছিল৷ ভারতীয় ওয়াচ কননোইজারের তথ্য অনুযায়ী, ঘড়িটির দাম ছিল ১ দশমিক ৭৫ কোটি৷

এদিকে বর্তমানে রোহিতের হাতে যে ঘড়িটি দেখা যাচ্ছে, তার বাজারমূল্য কয়েক হাজার ডলার। পাটেক ফিলিপ তার ঘড়িটি তৈরি করেছে। এটি সুইস ব্র্যান্ডের ঘড়ি, যা বিশ্বের অন্যতম প্রাচীন। এই কোম্পানির ঘড়ির দাম লাখ লাখ ডলার পর্যন্ত হতে পারে। 

ভারতীয় অধিনায়ক যে ঘড়িটি প্রায়শই পরছেন, এর নাম অ্যাকোয়ানট ট্রাভেল টাইম রেফারেন্স ৫১৬৪। এর দাম প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬৩ লাখ ৫০ হাজার)। যেটির দাম দিয়ে প্রায় ১০ বার মালদ্বীপ ঘোরা যাবে।

দ্য ইন্ডিয়ান হোরোলজির তথ্য অনুসারে, এই ঘড়িটির রিটেইল মূল্য আবার ৩৯ হাজার ৪০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩৩ লাখ ৩৬ হাজার টাকা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App