দুইবার পিছিয়ে পড়েও ১০ জনের লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম
-675e650d4a378.png)
ছবি: সংগৃহীত
দারুণ ফর্মে থাকা লিভারপুলকে প্রায় হারিয়েই দিচ্ছিল ফুলহ্যাম। তবে বেশিরভাগ সময় ১০ জনের দল নিয়ে খেলা লিভারপুলকে বাঁচিয়ে দেয় দিয়াগো জোটার শেষ মুহূর্তের নায়কোচিত গোল। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের শিষ্যরা।
শনিবার (১৪ ডিসেম্বর) অ্যানফিল্ডে ম্যাচের একাদশ মিনিটে পেরেইরার গোলে লিড পায় ফুলহ্যাম। এর মিনিট পাঁচেক পর লাল কার্ড দেখে অ্যান্ড্রু রবার্টসন মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। এতে বেশ চাপে পড়েছিল স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে হাকপোর গোলে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। কিন্তু ৭৬তম মিনিটে রদ্রিগো মুনিসের গোলে ফের এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ফুলহ্যাম। তবে নির্ধারিত সময়ের মাত্র ৪ মিনিট আগে জোটার দুর্দান্ত গোলে পরাজয় এড়ায় লিভারপুল।
১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। এ ছাড়া ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।