×

খেলা

সেঞ্চুরির পর জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন বিজয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

সেঞ্চুরির পর জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন বিজয়

এনামুল হক বিজয়, ছবি: সংগৃহীত

   

ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে প্রায় ১১ বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার।

এর আগে, ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। সিলেটে মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। এতদিন টি-টোয়েন্টিতে সেটিই ছিল তার একমাত্র সেঞ্চুরি।

এবার ১০১ রানের ইনিংস খেলার পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই তার জাতীয় দলে ফেরার বিষয়টি উঠে আসে। 

জবাবে ডানহাতি এই ওপেনার বলেন, ‘দেখুন চ্যালেঞ্জ একটা আছে, খেলোয়াড়ের হিসেবে খেলোয়াড়ের, আরেকটা থাকে নিজের ওপর। আমার উন্নতি হচ্ছে কি না, দলে অবদান রাখতে পারছি কি না, যখন আমার যে ভূমিকা থাকে, সেটা পালন করতে পারছি কি না; এসব খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় আমি চিন্তা করি, ওর জায়গায় আমি খেলব বা... আমি যদি এখানে ভালো করতে থাকি, আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু বলবে এই খেলোয়াড় ভালো খেলছে, আপনি কেন জাতীয় দলে নিচ্ছেন না।’

জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ জানিয়ে বিজয় বলেন, ‘আমি যদি ভালো খেলি নির্বাচকরা দেখবে, সবাই দেখবে, এই খেলোয়াড়টা ভালো আছে দলের জন্য কাজে লাগবে। অনেক সময় অনেক জায়গার খেলোয়াড় ভালো খেলে, কিন্তু তার জায়গায় ইতোমধ্যে খেলোয়াড় থাকে হয়-তো সেও ভালো খেলছে। সে কারণে সুযোগ পায় না। সেটাও বুঝতে হবে। আমার কাছে মনে হয়, দলের যখন প্রয়োজন হবে, দল যদি চায় এই খেলোয়াড়কে দরকার, এই ভূমিকা পালন করবে, তাহলে সে সুযোগ পাবে। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, যে কারও ক্ষেত্রেও হতে পারে।’ 

৩২ বছর বয়সী এই ক্রিকেটার আরো বলেন, ‘আমি খুব ভালো ব্যাটিং করেছি তা না। আমার কাছে মনে হয়েছে আমি খুব চেষ্টা করেছি মারার, রান বের করার। আসলে আমি পারছিলাম না, খুবই চেষ্টা করছিলাম। যখন ১৬ ওভার পর্যন্ত ধারাবাহিকভাবে চেষ্টা করেছি মারার, কিন্তু হচ্ছিল না ব্যাটে-বলে। এরপর মোমেন্টাম পেলাম, কিছু বল ব্যাটে লাগল এবং যখন স্কোরবোর্ডে দেখলাম ৮৮ রান, তখন মনে হয়েছে এক ওভার বাকি আছে দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব। তার আগপর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি।’

উল্লেখ্য, বিজয়ের অপরাজিত ১০১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস। এতে ২১ রানে জয় পেয়েছে খুলনা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App