শেষ হলো ভারতীয় ক্রিকেটের বর্ণোজ্জ্বল অধ্যায়, বিদায় জানালেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার (১৮ ডিসেম্বর) ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্রয়ের পর এই ঘোষণা দেন ম্যান ইন ব্লুদের ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনার।
গ্যাবায় ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে অশ্বিনও সংবাদ সম্মেলনে আসেন। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। যদিও গেল কয়েকদিন ধরেই তার অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন তিনি।
সংবাদ সম্মেলনে এসে অশ্বিন জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে।’
অ্যাডিলেড টেস্টের একাদশে ছিলেন অশ্বিন। তবে ব্রিসবেনে অশ্বিনের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে দলে নেয় টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় এই টেস্টে বল হাতে সাফল্য না পেলেও প্রথম ইনিংসে ৭৭ রানের বহুল প্রয়োজনীয় এক ইনিংস খেলে ভারতকে ফলো-অনের কবল থেকে বাঁচান। আর জাদেজার এমন সাবলীল ব্যাটিংয়েই নিজের শেষটা দেখে ফেলেন অশ্বিন। তাই অবসর নিতেও আর দেড়ি করলেন না।
টেস্টে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। ১৩ বছরের ক্যারিয়ারে ১০৬ টেস্ট খেলে ৫৩৭ উইকেট শিকার করেছেন এই স্পিনার। অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। এ ছাড়া ১১৬ ওয়ানডেতে ১৫৬ ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেটও তার ঝুলিতে রয়েছে।
টেস্টে ৬ সেঞ্চুরিতে অশ্বিনের সংগ্রহ ৩ হাজার ৫০৩ রান। এর সঙ্গে ফিফটি ১৪টি। এ ছাড়া মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে যৌথভাবে রেকর্ড ১১ বার প্লেয়ার অব সিরিজ হওয়ার কীর্তিও রয়েছে তার।