লিটনের রান খরা নিয়ে যা বললেন হেড কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পিএম

ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে ওয়ানডে ও টেস্টে দায়িত্ব পালন করেন মেহেদী মিরাজ। আর সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
অধিনায়ক হিসেবে ২২ গজে ১০ এ ১০-ই পাবেন লিটন, তাতে কোনো শঙ্কা নেই। বোলিং, ফিল্ডিংয়ের পরিবর্তনে মুন্সিয়ানা দেখিয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। তার নেতৃত্বই ক্যারিবিয়ান সফরে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে একদম নিষ্প্রভ লিটন। সাদা বলের ক্রিকেটে একেবারেই ফর্মে নেই তিনি।
ওয়ানডেতে শূন্যের রেকর্ডগড়া লিটন টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে মোটে ৩ রান করেছেন। তার বাজে ফর্মে বড় স্কোর সংগ্রহে ভুগছে লাল-সবুজেরা। এমন বাজে সময়ে লিটনের পাশে দাঁড়াচ্ছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স।
লিটনের নেতৃত্বের প্রশংসায় তিনি বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না, এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি, শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’
উইকেট নিয়ে সিমন্স বলেন, ‘প্রথম ম্যাচে উইকেট অনেক ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে যত সময় গড়িয়েছে ব্যাট করতে তত কঠিন হয়েছে। তবে লড়াই করেই জিততে হয়েছে। দুই দলের খেলোয়াড়ের কাছেই পিচ একই রকম। টার্ন করেছে বেশ, তবুও বলব না ১৩০ রানের উইকেট এটা।’