×

খেলা

যে শর্তে অবসর নেবেন বিশ্বকাপজয়ী এমি মার্টিনেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

যে শর্তে অবসর নেবেন বিশ্বকাপজয়ী এমি মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ, ছবি: সংগৃহীত

   

টানা দুই মৌসুমে সেরা গোলরক্ষকের ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। ‘ফিফা দ্য বেস্ট’ গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন তিনি। সবমিলিয়ে মাঠের পারফরম্যান্সে বেশ ভালোই সময় কাটছেন তার। তবে এরই মাঝে গ্লাভস জোড়া কবে তুলে রাখবেন, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বছর পূর্ণ হলো আর্জেন্টাইনদের। এই উপলক্ষে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে আলবিসেলেস্তে ফুটবল ফেডারেশন (এএফএ)। যেখানে ২০২৬ বিশ্বকাপ জিতলে নিজের গ্লাভস জোড়া তুলে রাখার প্রতিজ্ঞা করেন মার্টিনেজ।

এএফএ আয়োজিত ‘ফুটবল টক’–এ অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ছাড়াও এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো মার্টিনেজ অংশ নিয়েছেন। যেখানে শিরোপা জয়ের পথে নিজেদের স্মরণীয় মুহূর্তগুলো একে একে বর্ণনা করেন তারা। একপর্যায়ে মার্টিনেজ অবসরের প্রতিজ্ঞা করে সবাইকে বেশ চমকে দিয়েছেন।

বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক বলেন, ‘এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে? যদি আমি আর্জেন্টিনার হয়ে দু’বার বিশ্বকাপ জিততে পারি, অবসর নিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি। তোমাদের আজই বলে দিলাম। আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’ 

এরপর মজার ছলে এমিলিয়ানো বলেন, ‘আমি মাত্র ৩২ বয়সে আছি, বিশ্বকাপ যখন আসবে, তখন সেটি হবে ৩৩। অর্থাৎ, যথেষ্ট তরুণই থাকব তখনো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App