বৃষ্টির কারণে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ এএম

ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের দ্বিতীয় বলেই ব্র্যান্ডন কিংকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এই সিরিজে তৃতীয়বার তাসকিনের বলে আউট হলেন কিং। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
এদিকে এরই মধ্যেই হানা দিয়েছে বৃষ্টি। কভার দিয়ে ঢাকা হয়েছে পিচ।
শুক্রবার বৃষ্টি নামার আগ পর্যন্ত ০ দশমিক ৫ ওভার খেলা হয়েছে। এ সময়ে ১ উইকেটে ৫ রান তুলেছে ক্যারিবিয়ানরা। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী জাস্টিন গ্রেভস।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন তারা। তবে ১৪ রানের বেশি করতে পারেননি লিটন।
লিটন ফেরার পর ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি। জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে জাস্টিন গ্রেভসের হাতে ধরা পড়েন দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৯ রান করেন ইমন।
তিনে নেমে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। এক ছক্কায় ৯ বলে ৯ রান করে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।
চতুর্থ উইকেট জুটিতে জাকের আলি ও মেহেদী মিরাজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। শুরুতে রক্ষণাত্মক ব্যাটিং করলেও রানের গতি বাড়াতে গিয়ে সাজঘরে ফেরেন মিরাজ। ফেরার আগে তার ব্যাট থেকে ২৩ বলে ২৯ রান এসেছে।
এরপর দ্রুতই আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। শামীম পাটোয়ারী ৪ বলে ২ ও শেখ মেহেদী রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।