×

খেলা

জিম্বাবুয়েকে ৫৪ রানে অলআউট করে আফগানদের রেকর্ড গড়া জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

জিম্বাবুয়েকে ৫৪ রানে অলআউট করে আফগানদের রেকর্ড গড়া জয়

ছবি: সংগৃহীত

   

সিরিজের প্রথম ওয়ানডেতেও বেশ কোণঠাসা ছিল জিম্বাবুয়ে। তবে বৃষ্টির কল্যাণে বেঁচে যায় রোডেশিয়ানরা। জিম্বাবুয়ে ৫ উইকেটে ৪৪ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা না হওয়ায় পরিত্যক্ত হয় ম্যাচটি।

এবার দ্বিতীয় ওয়ানডেতে এসে আর রক্ষা হলো না স্বাগতিক দলটির। মাত্র ৫৪ রানে গুটিয়ে রেকর্ডগড়া এক জয় পেয়েছে আফগানিস্তান। হারারেতে ২৩২ রানে জিতেছে আফগানরা। রানের হিসেবে ওয়ানডেতে এটিই তাদের সবচেয়ে বড় জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। নবীন দুই ওপেনার সেদিকুল্লাহ আতাল ও আবদুল মালিকের ব্যাটে উদ্বোধনী জুটিতেই ১৯১ রান তোলে সফরকারীরা।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৪ রানে সাজঘরে ফেরেন মালিক। অন্যদিকে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন আতাল। ৮ চার আর ৪ ছক্কায় ২৮ বলে ১০৪ রানের ইনিংস সাজিয়েছিলেন এই ওপেনার। এ ছাড়া অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ৩০ বলে অপরাজিত ২৯ আর মোহাম্মদ নবি ১৬ বলে ১৮ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামহুরি তিনটি আর ট্রেভর গোয়ান্দু দুটি উইকেট নেন।

জবাবে আফগান বোলারদের তোপের মুখে ১৭ দশমিক ৫ ওভারে ৫৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের হয়ে কেবল শন উইলিয়ামস (১৬) আর সিকান্দার রাজা (অপরাজিত ১৯) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।

আফগানিস্তানের ঘাজনফর ৯ রানে তিনটি আর নাভিদ জাদরান ১৩ রানে ৩ উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App