×

খেলা

অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম

অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

ছবি : সংগৃহীত

   

ব্যাট হাতে সাফল্য না পেলেও অধিনায়ক হিসেবে দারুণ সফল হয়েছেন লিটন দাস। তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে, যা একটি বড় অর্জন। এই সাফল্যের পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্থায়ী অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দেয়া হবে কিনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে স্থায়ী অধিনায়ক খুঁজছে। গত অক্টোবরে, জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে দলে না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে ম্যাচের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ, তবে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লিটন দাস।

এত বড় সাফল্যের পর লিটন নিজেও স্থায়ী অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত। সিরিজ শেষে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিসিবি যদি চায়, আমি অধিনায়কত্ব করতে রাজি। আমার কোনো দ্বিমত নেই। এটি উপভোগ করছি।

লিটন তার অধিনায়কত্বের সাফল্যকে দলের বোলারদের দানে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, যখন বোলাররা ভালো করে, অধিনায়ক হিসেবে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমাদের বোলাররা এখন বুঝে যায় কীভাবে ফিল্ডিং সেটআপ করতে হয়। এতে আমার কাজ অনেক সহজ হয়েছে। আমার অনেকদিনের ক্রিকেট অভিজ্ঞতা থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি এবং বোলারদের সামর্থ্য দেখে মাঠ নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ হচ্ছে।

এছাড়া, নিজের ব্যাটিং ফর্ম নিয়েও কথা বলেছেন লিটন। তিনি জানান, ফর্মে ফেরার জন্য তিনি সালাউদ্দিন স্যারের সঙ্গে নিয়মিতভাবে কাজ করছেন এবং বিশ্বাস করেন যে খুব দ্রুতই ফর্মে ফিরবেন। লিটন বলেন, স্যারের সঙ্গে নিয়মিত কাজ করছি, তিনি সবার সঙ্গে উন্মুক্তভাবে আলোচনা করেন এবং ছোটবেলা থেকে আমাদের চেনেন। আমি আশা করি খুব শীঘ্রই ফর্মে ফিরব।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে রয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮০ রানের বিশাল জয়। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৮৯ রান করলেও, বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে তারা ১০৯ রানের বেশি করতে পারেনি। এতে বাংলাদেশ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়ল।

এ জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, এবং লিটন দাসের নেতৃত্বে একটি উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App