×

খেলা

৯ গোলের রোমাঞ্চ শেষে জয়ের হাসি লিভারপুলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম

৯ গোলের রোমাঞ্চ শেষে জয়ের হাসি লিভারপুলের

ছবি: সংগৃহীত

   

স্বাগতিক টটেনহ্যামের মাঠেই তাদের বিধ্বস্ত করেছে লিগ টেবিলে রাজত্ব করা লিভারপুল। রবিবার (২২ ডিসেম্বর) রাতে লন্ডনে সালাহ-দিয়াজের জাদুতে ৬-৩ গোলে জয় পেয়েছে অল-রেডসরা।

ম্যাচের ২৩তম মিনিটেই লিড নেয় লিভারপুল। দলকে এগিয়ে নেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। ৩৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন ম্যাক অ্যালিস্টার।

এরপর প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফেরার বার্তা দিয়েছিল স্বাগতিকরা। ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান কমান টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার জেমস মেডিসন। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে সব সমীকরণ এলোমেলো করে দেন সজোবোজলাই।

দ্বিতীয়ার্ধে মিশরীয় তারকা সালাহর জাদুর দেখা মেলে। ম্যাচের ৫৪ ও ৬১তম মিনিটে গোল করেন তিনি। তার জোড়া গোলেই ৫-১ গোলের লিড নেয় সফরকারীরা। এতে অনেকটা রঙ হারায় ম্যাচটি।

ম্যাচ একপ্রকার শেষ হবার পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিল টটেনহ্যাম। ম্যাচের ৭২ ও ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান ৫-৩ করে স্বাগতিকরা।

তবে ম্যাচের ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিক শিবিরে শেষ পেরেক ঠুকে দেন লিভারপুলের দিয়াজ। শেষমেশ পূর্ণ পয়েন্ট নিয়েই টেবিলে অবস্থান আরো মজবুত করে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।

এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর এক ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে চেলসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App