বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে জাঙ্গু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ব্যাটার আমির জাঙ্গু। আগামী ১৬ জানুয়ারি থেকে করাচিতে এই টেস্ট সিরিজ শুরু হচ্ছে।
এদিকে বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি আবারো দলে ফিরেছেন। গেল মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনুপস্থিত ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং বিভাগে মোতি নেতৃত্বে আরো রয়েছেন, কেভিন সিনক্লিয়ার ও জোমেল ওয়ারিকান।
দুই ফাস্ট বোলার শামার জোসেফ ও আলজারি জোসেফের স্থলাভিষিক্ত হয়েছেন জাঙ্গু ও মোতি। এর মধ্যে শামার পায়ের ইনজুরিতে ভুগছেন। যে কারণে এ মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। অন্যদিকে আলজারি ব্যক্তিগত কারণে দল থেকে অব্যাহতি চেয়েছেন, এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া চারদিনের ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাঙ্গু জাতীয় দলে ডাক পেয়েছেন। ওই আসরে জাঙ্গু পাঁচ ম্যাচে ৬৩ দশমিক ৫ গড়ে ৫০০ রান করেছেন। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি-ও আছে। ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জাঙ্গু।
সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেন জাঙ্গু। তার ব্যাটিংয়ের ভর করে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব দেখায়।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কোলে বলেছেন, ‘মোতির অন্তর্ভূক্তি স্পিন বিভাগকে শক্তিশালী করবে।’
ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে টেস্ট দলের বাকি সদস্যরা বহাল রয়েছেন। উইকেটরক্ষক-ব্যাটার জসুয়া ডি সিলভা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করার জন্য মিকায়েল লুইস, অ্যালিক আথানাজে, কেসি কার্টি ও জাস্টিন গ্রিভস দলে রয়েছেন।
কেমার রোচের নেতৃত্বে ফাস্ট বোলার হিসেবে জেইডেন সিলেস ও অ্যান্ডারসন ফিলিপ স্কোয়াডে আছেন।
আগামী বছর পাকিস্তান সফরে মাধ্যমে ১৮ বছর পর প্রথম কোন টেস্ট সিরিজ খেলতে করাচিতে যাচ্ছে ক্যারিবীয়রা। ২০০৬ সালের নভেম্বরে সর্বশেষ পাকিস্তানে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।
২০২৩-২৫ চক্রের চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে এটাই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ।
আগামী ২ জানুয়ারি দেশ ছাড়বে ১৫ সদস্যের ক্যারিবীয় দল। ৬ জানুয়ারি ইসলামাবাদে পৌঁছাবে তারা। আগামী ১৬-২০ জানুয়ারি করাচিতে প্রথম ও ২৪-২৮ জানুয়ারি মুলতানে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জসুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), এ্যালিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গোম মিকাইল লুইস, গুদাকেশ মোতি, এ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলেস, জোমেল ওয়ারিকান।