কবে আসছেন শাহিন আফ্রিদি, জানাল ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম
-676b71aa990f0.jpg)
শাহিন শাহ আফ্রিদি, ছবি: সংগৃহীত
আরো একবার শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাজির হচ্ছে ফরচুন বরিশাল। যার সবশেষ সংযোজন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ক’দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাহিনকে নিজেদের ডেরায় আনার ঘোষণা দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এবার সময়ের অন্যতম সেরা এই পেসারকে নিয়ে নতুন করে সুখবর দিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানালেন, আগামী ২৭ ডিসেম্বর বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন। সেদিনই ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেয়ার কথা তার।
মিজানুর রহমান জানান, ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে থাকা এই পেসার শুরুর দিকের পাঁচ থেকে ৭টি ম্যাচ খেলবেন। এর অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে পাকিস্তানের এই স্পিডস্টারকে দেখা যেতে পারে।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে এবারের বিপিএল আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দুর্বার রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তামিম-রিয়াদরা।
বরিশাল ছাড়াও এবারের বিপিএলের বাকি ছয়টি দল হচ্ছে— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলে বরিশাল স্কোয়াড
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম
বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি
ড্রাফটের আগে: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি।