শেষ মুহূর্তে রাজশাহীর চমক, দলে ভেড়াল অভিজ্ঞ তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়াতে আর মাত্র চারদিন বাকি। এর আগে, জিম্বাবুয়ের রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। ফেসবুকে এক পোস্টে মিডল-অর্ডারে ব্যাটিং এবং লেগ-স্পিনে কার্যকরী এই ক্রিকেটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে তারা।
দুর্বার রাজশাহী জানিয়েছে, ‘দুর্বার রাজশাহীতে স্বাগতম! আমরা আনন্দের সাথে ঘোষণা করছি অলরাউন্ডার রায়ান বার্ল এখন বিপিএলের ২০২৫ আসরের জন্য আমাদের দলের অংশ। আসুন, একসঙ্গে এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলি!’
রোডেশিয়ানদের হয়ে এখন পর্যন্ত তিনটি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টিতে খেলেছেন বার্ল। ফ্র্যাঞ্চাইজি লিগে বড় নাম না হলেও বিপিএলের সঙ্গে বেশ আগে থেকেই পরিচিত এই জিম্বাবুইয়ান। এর আগে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে খেলেছেন তিনি।
এদিকে ড্রাফট ও সরাসরি সাইনিং মিলিয়ে এবার ঘরোয়া এই টুর্নামেন্টের জন্য মাঝারি মানের দল গড়েছে রাজশাহী। এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরীর মতো জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা দলে আছেন। এ ছাড়া সাব্বির হোসেন, জিসান আলমের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও রাজশাহীর হয়ে খেলবেন। পাকিস্তানি গ্রেট ইজাজ আহমেদ দলটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে এবারের বিপিএল আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাজশাহী ছাড়াও এবারের বিপিএলের বাকি ছয়টি দল হচ্ছে— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
রাজশাহীর স্কোয়াড: তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, বিলাল খান, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।