বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সৌম্য, খেলবেন বিপিএল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। ফলে, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার। এমনকি প্রায় তিন সপ্তাহের জন্য বাইরে ছিটকে যান টপ-অর্ডার এই ব্যাটার।
এদিকে আঙুলের সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। ফলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের শুরুতে তার সার্ভিস পাচ্ছে না রংপুর রাইডার্স। তবে দ্রুত মাঠে ফিরতে আগামী শনিবার (২৮ ডিসেম্বর) বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই ওপেনার।
জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে মাঠে ফেরার সম্ভাবনা আছে তার। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তার ভাষ্য, বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরার বিষয়ে সঠিক ধারণা পাওয়া যাবে।
এর আগে, সৌম্যেকে নিয়ে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে, এই ওপেনারকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
এদিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ আধুনিকসব প্রযুক্তি দেখা যাবে। এ ছাড়া দর্শকদের জন্যও বেশ কিছু নতুন আয়োজন থাকছে।