×

খেলা

কোহলিকে ‘জোকার’ বানাল অস্ট্রেলিয়ান গণমাধ্যম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

কোহলিকে ‘জোকার’ বানাল অস্ট্রেলিয়ান গণমাধ্যম

ছবি: সংগৃহীত

   

একে তো দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন, তার ওপর সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে কয়েকদিন ধরেই সমালোচিত বিরাট কোহলি। এবার অস্ট্রেলিয়ায় রীতিমত ভিলেন বনে গেলেন তিনি। কোহলিকে যাচ্ছেতাইভাবে অপমান করছে অজি মিডিয়া। তবে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমের স্পোর্টস কভার পেজ, সব কিছু ছাপিয়ে গেছে; যেখানে কোহলিকে ‘ক্লাউন কোহলি’ হিসেবে সম্বোধন করা হয়েছে।

সেই প্রচ্ছদে তাকে আবার জোকারের অবয়ব দেওয়া হয়েছে। মূলত স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার জন্যই সেখানে কঠোরভাবে কোহলির সমালোচনা করা হয়।

গণমাধ্যমটির ক্রীড়া সম্পাদক জ্যাকেব ওয়াদেল প্রচ্ছদটি টুইট করেছেন; যা দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে আবার রিটুইট করা হয়েছে।

এর আগে, গণমাধ্যমটির এক প্রতিবেদনে দাবি করা হয়, কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল। আইসিসির সেই সাহস রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। 

এদিকে অস্ট্রেলীয় অন্যান্য মিডিয়াতেও বলাবলি হচ্ছে, জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়ে পার পেয়ে গেছেন কোহলি। ভাগ্যক্রমে কোহলি নিষেধাজ্ঞা এড়িয়ে গেছেন।

এর আগে, বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বসেন কোহলি। ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। ইনিংসের দশম ওভার শেষে দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে কনস্টাসও আসছিলেন। এ সময়ে তাদের কাঁধে ধাক্কাধাক্কি হয়। এতে কনস্টাস কিছু একটা বলে বসেন। কোহলিও তেড়ে যান। পরে আম্পায়ার এবং আরেক ওপেনার উসমান খাজা তাদের বিবাদ থামান।

তবে কোহলির মতো একজন ক্রিকেটার অভিষিক্ত এক ক্রিকেটারকে এভাবে ধাক্কা দিয়েছেন, ক্রিকেট দুনিয়া ব্যাপারটি মানতে পারেনি। সাধারণত টেস্ট শেষ হওয়ার পর শাস্তি দেওয়া হলেও প্রথম দিনেই জরিমানার মুখে পড়েন ভারতীয় এই তারকা। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা, সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App