×

খেলা

অভিষিক্ত বুশের রেকর্ডের দিনে পিছিয়ে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

অভিষিক্ত বুশের রেকর্ডের দিনে পিছিয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

   

অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৮১ রানে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বুশ।

প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক টেস্টে বল হাতে ৬৩ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করলেন তিনি।  

সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২১১ রানের জবাবে দ্বিতীয় দিন ৩০১ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ফলে, প্রথম ইনিংসে ৯০ রানের লিড পায় স্বাগতিকরা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। 

এর আগে, পাকিস্তান ইনিংস শেষে প্রথম দিনে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন এইডেন মার্করাম ও বুশের হাফ-সেঞ্চুরিতে ৩০১ রান পর্যন্ত যেতে পারে প্রোটিয়ারা। 

তবে দক্ষিণ আফ্রিকার ৩'শ রান পাবার পেছনে বুশকেই বেশি কৃতিত্ব দিতে হবে। দলীয় ২১৩ রানে অষ্টম ব্যাটার হিসেবে মার্করাম আউটের পর শেষ দুই ব্যাটার কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসনকে নিয়ে ৮৮ রান যোগ করেন বুশ।

নবম উইকেটে রাবাদার সঙ্গে ৪২ বলে ৪১ ও শেষ উইকেটে প্যাটারসনকে নিয়ে ৬৫ বলে ৪৭ রান যোগ করেন বুশ। জুটিতে রাবাদা ১৩ ও প্যাটারসন ১২ রান করেন। 

সতীর্থরা ফিরলেও ৯৩ বল খেলে ১৫ বাউন্ডারিতে ৮১ রানে অপরাজিত থাকেন বুশ।

পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App