×

খেলা

ভারতকে উড়িয়ে ১৮৪ রানের বড় জয় অস্ট্রেলিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

ভারতকে উড়িয়ে ১৮৪ রানের বড় জয় অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

   

মেলবোর্নে শেষ দিনে গড়িয়েছিল ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট। রোহিত শর্মাদের জয়ের জন্য ৩৩৯ রানের লক্ষ্য দিয়েছিল প্যাট কামিন্সের দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও যশ্বসী জয়সোয়াল-ঋষভ পন্ত জুটি ভালো প্রতিরোধ গড়েছিলেন। এ দুজনের জুটির কারণেই ৩ উইকেটে ১১২ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল ভারত। দিনের খেলা তখন বাকি আর মাত্র এক সেশন, ধারণা করা হয়েছিল, ভারত হয়তো শেষ পর্যন্ত ড্র করতে পারবে ম্যাচটি। তবে শেষ সেশনেই নামে ধস, অজি পেসারদের তোপের মুখে সফরকারীদের প্রতিরোধ আর দীর্ঘ হয়নি, রোহিতের দলও হেরেছে ১৮৪ রানের বড় ব্যবধানে। 

৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। তবে একপ্রান্তে প্রতিরোধ গড়েছিলেন যশ্বসী জয়সোয়াল, সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে অজি অধিনায়কের শিকার হয়ে শতক হাতছাড়া করেছেন তরুণ এই ওপেনার, সেই সঙ্গে ম্যাচটিও হাতছাড়া হয়েছে ভারতের।

চতুর্থ উইকেটে জুটি গড়ে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়সোয়াল-পন্ত। শেষ সেশনে পার্ট-টাইম স্পিনার ট্রাভিস হেডকে বোলিংয়ে নিয়ে আসেন অজি অধিনায়ক। বক্সিং ডে টেস্টে ব্যাত হাতে ভূমিকা রাখতে না পারলেও বল হাতে গুরুত্বপূর্ণ এক উইকেট নিয়ে সে ক্ষতি পুষিয়ে দিয়েছেন হেড। তৃতীয় সেশনের শুরুতেই হেডের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন পন্ত, আর তাতেই ভাঙে জয়সোয়ালের সঙ্গে আত্র ৮৮ রানের জুটি।

১০৪ বলে ৩০ রান করে পন্ত আউট হওয়ার পর তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ভারতের বাকি ব্যাটিং লাইনআপ। দলীয় ১২৭ রানে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর আগের ইনিংসে রেকর্ড সেঞ্চুরি করা নীতীশ কুমার রেড্ডি দলীয় ১৩০ রানে সাজঘরের পথ ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App