‘এখন আর ওই দিন নাই’ –নাহিদকে নিয়ে সোহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

ছবি: সংগৃহীত
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি; এরপর ফ্র্যাঞ্চাইজ লিগ এবং ঘরোয়া ক্রিকেট। সব মিলিয়ে ক্রিকেটারদের চাপ বেড়েছে, এমনটা অস্বীকার করার সুযোগ নেই। এতে ক্লান্তি থেকে ইনজুরিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই বারবার আলোচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।
এদিকে ২০২৪ সালে বাংলাদেশের বড় প্রাপ্তি গতিময় পেসার নাহিদ রানা। তার ওয়ার্কলোড নিয়েও চিন্তায় ভক্ত-সমর্থকরা। তবে বছরের শেষ ম্যাচ শেষে কিছুটা আশ্বস্তই করলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
তিনি জানালেন, ‘আমার মনে হয়, পেস বোলার যারাই থাকে, সবারই একটা সেট-আপ থাকে, কীভাবে নিজেকে মেইনটেইন করবে। একই সঙ্গে দল যেটা চাচ্ছে, ও (নাহিদ) ওটা দেওয়ার চেষ্টা করছে।’
সোহানের বিশ্বাস, ‘ও (রানা) খুব ভালোমতো জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে। অবশ্যই বিসিবি থেকে ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করছে। এটা আমার কাছে মনে হয়, খুব বড় ইস্যু না। আমার কাছে মনে হয়, এখন ওই দিন নাই যে পেস বোলার যেভাবে গ্রো আপ হচ্ছে; সবাই সবারটা জানে কার কী করতে হবে।’
দলের পক্ষ থেকে বার্তা নিয়ে সোহান বলেন, ‘ও ফ্রিলি বল করছে। ওর গতি আছে। নাহিদ ওর মতো বল করছে। ওর যখন কোনো কিছু নিয়ে দ্বিধা থাকে, আমার সঙ্গে শেয়ার করে। আমার কাছে মনে হয় ও ওর শতভাগ দেওয়ার চেষ্টা করছে। ভালো বল করছে। দুটা ম্যাচ হলো, দল থেকে চাইবো ও যেভাবে একশভাগ দেওয়ার চেষ্টা করছে, এটাই দেওয়ার চেষ্টা করুক। প্রক্রিয়া অনুসরণ করুক।’
নাহিদ দলের এক্স-ফ্যাক্টর কি না, প্রশ্নে সোহান বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো কিছু নিয়ে বলতে চাচ্ছি না। দল প্রতিটা খেলোয়াড়ের কাছ থেকে কীভাবে চাচ্ছে, সে কীভাবে ডেলেভারি দিতে পারছে... আজকে যেমন রানা পঞ্চম ওভারে এসেছে, উইকেট দরকার ছিল, এনে দিয়েছে। জিনিসটা এরকমই, প্রতিটা খেলোয়াড়ের কতটা চাচ্ছে, সে কতটুকু দিতে পারছে এবং দল এটা থেকে কতটুকু উপকৃত হচ্ছে; এটাই হলো গুরুত্বপূর্ণ।’