বিপিএলে বিব্রতকর রেকর্ড সুজনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম
-677e44543eb96.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রধান কোচ হিসেবে টানা ১৫ ম্যাচ হারের রেকর্ড গড়েছেন খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া এই টুর্নামেন্টের ইতিহাসে আর কারোর এমন রেকর্ড নেই। গেল আসরের দুর্দান্ত ঢাকার পর চলতি আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন তিনি।
চলতি বিপিএলে শাকিব খানের ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সুজন। ঢাকা পর্বে তিন ম্যাচ হারের পর সিলেট পর্বেও হারের বৃত্ত ভাঙতে পারেনি দলটি। ফলে ৪ ম্যাচে চারটিতেই হেরেছে খালেদ মাহমুদ সুজনের দল।
এদিকে গেল বিপিএলে দুর্দান্ত ঢাকার-ও প্রধান কোচ ছিলেন তিনি। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর টানা ১১ ম্যাচ হেরেছিল তার দল। সুজনের অধীনে আগের আসরেও খুলনা টাইর্গাস পয়েন্ট টেবিলের শেষের দিকে ছিল।
এর আগে, ২০১২ আসরে খালেদ মাহমুদ সুজনের চিটাগং কিংস পঞ্চম হয়েছিল। ২০১৩ সালে বরিশাল বার্নার্সের ষষ্ঠ হয়েছিল। তবে শুধু ব্যর্থতাও না, সফলতাও আছে সুজনের। ২০১৬ বিপিএলে সুজনের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস।
এরপর থেকেই মাহমুদের অধীনে থাকা দল কখনো ভালো করতে পারছে বিপিএলে। রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার সবশেষ হার মিলিয়ে প্রধান কোচ হিসেবে বিপিএলে টানা ১৫ ম্যাচ হারের রেকর্ডের মালিক হলেন সুজন।