নাটকীয় হারের পর মেজাজ হারালেন তামিম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে চলতি বিপিএলে এখনও অপরাজিত নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে অবিশ্বাস্য হারের পর বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়। তবে ঠিক কী কারণে এমনটা ঘটেছিল, তা এখনও জানা যায়নি। যদিও বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল, বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন।
ম্যাচ শেষে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে তামিমকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষপর্যন্ত বরিশালের একজন তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল জানান, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’
অন্যদিকে উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতেও রংপুর দলের অধিনায়ক সোহানকে পাশে পেয়েছেন তামিম। রংপুরের অধিনায়ক জানান, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে অধিনায়ক নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর। চলতি আসরে ৬ ম্যাচ খেলে অপরাজেয় থাকার রেকর্ডও ধরে রেখেছে রাইডার্সরা।