সাব্বিরের ঝড়ে শক্তিশালী পুঁজি ঢাকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
অবশেষে চলতি বিপিএলে ফিফটির দেখা পেলেন তানজিদ হাসান তামিম, তবে ঠিক টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটিং করতে পারেননি এই ওপেনার। যেমনটি করেছেন শাস্তির পেয়ে ঢাকা ক্যাপিটালসের একাদশের বাইরে থাকা সাব্বির রহমান; তার বিধ্বংসী ইনিংসে শক্তিশালী পুঁজি দাঁড় করিয়েছে রাজধানীর দলটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের পুঁজি পেয়েছে ঢাকা। দলের হয়ে ৯ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত থাকেন সাব্বির।
লড়াইয়ের পুঁজি পাওয়ার দিনে সাব্বিরের আগে ওপেনার তানজিদ হাসান তামিম-ও বড় অবদান রেখেছেন। ৪ চার ২ ছক্কায় ৪৮ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ব্যাটার।
সাব্বিবের সঙ্গে ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই জেসন রয় ৪ বলে ১, স্টিফেন এসকিনাজি ১৪ বলে ৫, শাহাদাত হোসেন দিপু ১০ বলে ৯ ও থিসারা পেরেরা ২ বলে ১ রান করে একে একে ফেরেন।
চিটাগং কিংসের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।