যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

ছবি: সংগৃহীত
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারায় রংপুর রাইডার্স। এই জয়ে চলতি বিপিএলে এখনো অপরাজিত নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে অবিশ্বাস্য হারের পর বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়। ম্যাচ শেষে রংপুরের অ্যালেক্স হেলসের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান বরিশালের অধিনায়ক।
মূলত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান, তখনই বিতর্কিত এই ঘটনার সূত্রপাত। এ সময় তামিমকে উদ্দেশ করে আপত্তিকর মুখভঙ্গি করেন। সেটা ভালোভাবে নেননি তামিম।
হেলসকে উদ্দেশ করে তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’
এরপর হেলসও জবাব দেন। এ সময়ে তর্কে জড়িয়ে পরেন তারা। একপর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান বরিশালের অধিনায়ক। এ সময় বাকি ক্রিকেটার ও স্টাফরা তাদের শান্ত করার চেষ্টা করেন। তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
ম্যাচ শেষে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে হেলস বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাচ হেরে সে (তামিম) হতাশ ছিল। সে বলল, ‘‘আমি কিছু বললে, সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল জানান, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’
অন্যদিকে উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতেও রংপুর দলের অধিনায়ক সোহানকে পাশে পেয়েছেন তামিম। রংপুরের অধিনায়ক জানান, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে অধিনায়ক নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর। চলতি আসরে ৬ ম্যাচ খেলে অপরাজেয় থাকার রেকর্ডও ধরে রেখেছে রাইডার্সরা।